
গাজায় ইহুদিবাদী দখলদার ইসরায়েলের নির্মম হামলায় আরও এক ফিলিস্তিনি সাংবাদিক শহীদ হয়েছেন। সোমবার গভীর রাতে গাজার রাজধানী গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমানের বোমা হামলায় শহীদ হয়েছেন তরুণ সাংবাদিক ইসলাম আল-কৌমি। এ ঘটনায় গাজায় ইসরায়েলি হামলায় শহীদ সাংবাদিকের মোট সংখ্যা দাঁড়াল ২৩৯ জনে।
গাজার গণমাধ্যম অফিস জানিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে কাজ করতেন ইসলাম আল-কৌমি। এই হত্যাযজ্ঞ শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়—এটি ফিলিস্তিনের মুক্তিকামী সংগ্রামের তথ্য-সত্যকে নীরব করে দেওয়ার এক ষড়যন্ত্র। দখলদার ইসরায়েল যে নৃশংসভাবে সাংবাদিকদের হত্যা করছে তা প্রমাণ করে যে এটি নিছক কোনো সামরিক ভুল নয় বরং সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
অক্টোবর ২০২৩ থেকে চলমান ইসরায়েলি গণহত্যায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে ৬২ হাজার ছাড়িয়েছে। কেবল মানুষ হত্যা নয়, গাজা এখন খাদ্যাভাব, দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের মুখে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সতর্কবার্তা দিলেও পশ্চিমা শক্তিগুলো নীরব দর্শক হয়ে বসে আছে।
বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে এই ভয়াবহ হত্যাযজ্ঞকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে।
সাংবাদিক ইসলাম আল-কৌমির মৃত্যু আমাদের সামনে নতুন করে স্মরণ করিয়ে দিল যে, ফিলিস্তিনের লড়াই কেবল ভূমি দখলের বিরুদ্ধে নয়, বরং সত্যের কণ্ঠস্বর রক্ষার লড়াই। গাজার প্রতিটি সাংবাদিক যেন একেকজন শহীদ যোদ্ধা—তাদের কলম, তাদের ক্যামেরা, তাদের প্রাণ উৎসর্গিত হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে।
তথ্যসূত্র:
1. Israeli army kills another Palestinian journalist in Gaza, death toll rises to 239
– https://tinyurl.com/4tb7tjbh


