
কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে দায়িত্ব পালনের সময় দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে নিজেই আহত হয়েছে এক ভারতীয় সেনা সদস্য।
১৯ আগস্ট কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয়, বর্ডার সিকিউরিটি ফোর্সের ১৮২ নম্বর ইউনিটের কনস্টেবল নারোটে গনপত তার ডিউটিরত অবস্থায় নিজের অস্ত্র থেকে হঠাৎ গুলি ছোড়ে, যা সরাসরি তার শরীরে লাগে।
ঘটনার পরপরই তাকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজৌরি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সেনার অবস্থা বর্তমানে সংকটাপন্ন।
তথ্যসূত্র:
1. Indian trooper injured in accidental firing in Poonch
– https://tinyurl.com/2zpphfyn


