
গাজায় গত দুই বছরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ১৮ হাজার ৮৮৫ জনই শিশু। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা, ইউএনআরডব্লিউএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, বর্তমানে গাজায় শিশুদের জন্য আর কোন জায়গাই নিরাপদ নয়।
ইউএনআরডব্লিউএ বলছে, দখলদার ইসরায়েল প্রয়োজনীয় সাহায্য এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বন্ধ করে দেওয়ায় গাজায় ব্যাপকভাবে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি বোমাবর্ষণে ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় স্কুলগুলো গাজায় লাখ লাখ মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।
জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোও হামলা থেকে বাদ যাচ্ছে না। গাজার কোন জায়গাই শিশুদের জন্য নিরাপদ নয়।’ অবিলম্বে যুদ্ধবিরতি করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ইউনিসেফের বরাত দিয়ে ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গত পাঁচ মাস ধরে, প্রতি মাসে গড়ে ৫৪০ জনের বেশি শিশু নিহত হয়েছে। ১৯ আগস্ট, মঙ্গলবার বর্বর ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর জাতিসংঘের এই সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, ২০ আগস্ট, বুধবার ভোর থেকে বর্বর ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এরমধ্যে কমপক্ষে আটজন ত্রাণপ্রার্থীও রয়েছেন। এরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রে গত মে মাস থেকে কমপক্ষে দুই হাজার ফিলিস্তিনি মারা গেছেন।
তথ্যসূত্র:
1. Israel has killed nearly 19,000 children in Gaza war as strikes intensify
– https://tinyurl.com/4ukep4wz


