ভিডিও || আফগানিস্তানের সেনাবাহিনী শক্তিশালী ও প্রভাবমুক্ত: মাওলানা ইয়াকুব মুজাহিদ

0
147

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেছেন, ‘বর্তমানে আফগানিস্তানের একটি শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, যা মানসিক বা আর্থিকভাবে কোনো বিদেশি শক্তির প্রভাবাধীন নয়।’

গত ১৯ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে আফগানিস্তানের স্বাধীনতা অর্জনের ১০৬তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, ‘আফগানিস্তান কোনো দেশের প্রতি বিদ্বেষ পোষণ করে না। ইমারতে ইসলামিয়া আন্তর্জাতিক পরিসরে শরিয়তের সীমারেখার মধ্যে থেকে সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতে অটল।’

আফগান প্রতিরক্ষামন্ত্রী এ সময় দেশটির জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতীতের মতো আফগানিস্তানকে আর কোনো পরাশক্তির সংঘর্ষের ময়দান হতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘দেশের সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে। আফগান ইসলামি সেনাবাহিনী দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে।’

ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে মাওলানা ইয়াকুব বলেন, ‘যে কেউ দেশের সিস্টেম ও অর্জিত অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে, তাকে কোনোভাবেই অনুমতি দেওয়া হবে না। জনগণের মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের চিহ্নিত করতে হবে এবং তাদের ষড়যন্ত্রে প্রভাবিত হওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘এখানে ইসলাম ও আফগানিস্তানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। পক্ষপাতিত্বের কোনো স্থান নেই।’

ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:

https://archive.org/details/mawlawi-mohammad-yaqoob-mujahid-19-08-2025


তথ্যসূত্র:
1. Minister of National Defense Mawlawi Mohammad Yaqoob Mujahid: Afghanistan has no ill intentions towards any country.
– https://tinyurl.com/4546nhn4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালি || সেগু রাজ্যে ৫টি শত্রু ঘাঁটিতে মুজাহিদদের সমন্বিত আক্রমণ: নিহত অন্তত ৫০ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধআফগানরা এখন আর কারো দাসত্ব করে না: মোল্লা আব্দুল গনী বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ