ইমারতে ইসলামিয়ার প্রধান রপ্তানি পণ্য শুকনো ফল, বার্ষিক রপ্তানি আয় প্রায় ১০০ কোটি মার্কিন ডলার

0
73

প্রতি বছর হাজার হাজার টন শুকনো ফল রপ্তানি করে থাকে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এর মাধ্যমে আফগানিস্তানের বার্ষিক রপ্তানি উপার্জন প্রায় ১০০ কোটি ইউএস ডলারে পৌঁছেছে। পণ্যসমূহ প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। আফগানিস্তানের শুকনো ফল রপ্তানি বিষয়ক ইউনিয়ন সম্প্রতি এই সব তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট ইউনিয়নের প্রধান মুহাম্মদ দাদ জানান, মহান আল্লাহর শুকরিয়া যে আফগানিস্তানের শুকনো ফলের গুণাগুণ বিশ্বের মধ্যে অতুলনীয়। আফগানিস্তান থেকে এখন হাজার হাজার টন শুকনো ফল রপ্তানি হচ্ছে। এর মাধ্যমে আফগানিস্তান বছরে প্রায় ৮০ কোটি থেকে ১০০ কোটি ডলার রাজস্ব উপার্জন করছে।

অপরদিকে রপ্তানিকারকগণ বলছেন, রপ্তানি কাজে জড়িত জাহাজ ও কাস্টমস সংক্রান্ত বেশ কিছু সমস্যা বর্তমানে সমাধান হয়েছে। তবে রপ্তানি ত্বরান্বিত করতে বিকল্প রপ্তানি পথ ও বিমান পরিবহন ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করতে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আফগানিস্তানের রপ্তানিকৃত পণ্যের মধ্যে শুকনো ফল রপ্তানি এখন শীর্ষ অগ্রাধিকারে রয়েছে বলে জানান একজন ব্যবসায়ী। রপ্তানির কাজে জড়িত যানবাহনগুলোর জন্য পরিবহন সুবিধা তুলনামূলকভাবে বেশি দেয়া হচ্ছে বলে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এছাড়া রপ্তানি খাতে ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা, বিভিন্ন দেশের ভিসা সুবিধা সহজতর করা, রপ্তানির কাজে জমি ব্যবহারের সুযোগ-সুবিধা প্রভৃতি ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলে মতামত ব্যক্ত করেছেন একাধিক রপ্তানিকারক।

ভিডিও লিংক:
https://www.youtube.com/watch?v=TR47YHSOthU


তথ্যসূত্র:
1. Afghanistan’s annual capacity for exporting dried fruits & nuts has reached nearly 1B dollars
– https://tinyurl.com/2zu7zys7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় শহীদ আরো ৬৩, সিটির গভীরে প্রবেশ করছে দখলদার সেনারা
পরবর্তী নিবন্ধগাজায় আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরায়েলি সেনা নিহত