গাজায় আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরায়েলি সেনা নিহত

0
56

২৩ আগস্ট, শনিবার ইহুদিবাদী ইসরায়েলের কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের ২০ বছর বয়সী প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট অরি গেরলিক খান ইউনিসের দক্ষিণ অংশে একটি বিস্ফোরণে নিহত হয়েছে।

এই ঘটনার মাধ্যমে গাজা আগ্রাসনের শুরু থেকে দখলদার বাহিনীর নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৯। যদিও ধারণা করা হয় হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে বহুগুণ বেশি কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকতে ইহুদিবাদী দখলদার পক্ষ বরাবরের মত এ সংক্রান্ত তথ্য গোপন করে আসছে।

দখলদার বাহিনী জানায়, লেফটেন্যান্ট গেরলিক শিমশন ব্যাটালিয়নে প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। সে খান ইউনিসের দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক বিস্ফোরক আকস্মিকভাবে বিস্ফোরিত হয়ে নিহত হয়েছে।


তথ্যসূত্র:
1.Israeli soldier killed in Gaza explosion
– https://tinyurl.com/mrxyh3w6
2. Israeli Officer Ori Gerlic Killed in Gaza’s Khan Yunis in Explosion Involving IDF Device
– https://tinyurl.com/4uh2mwt3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার প্রধান রপ্তানি পণ্য শুকনো ফল, বার্ষিক রপ্তানি আয় প্রায় ১০০ কোটি মার্কিন ডলার
পরবর্তী নিবন্ধপাকিস্তানে বেড়েছে আফগান শরণার্থীদের প্রতি হেনস্থা, চলতি মাসে কারাবন্দি হল আরও ৪,৮০০ জন