ফিলিস্তিনের রামাল্লায় ৩০০০ জলপাই গাছ উপড়ে ফেলছে দখলদার ইসরায়েল

0
67

দখলদার ইসরায়েলি সেনাদের নিষ্ঠুরতা থেকে মুক্তি পাচ্ছে না গাছও। হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিদের হত্যার পাশাপাশি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরায়েলি সেনারা। রামাল্লার কাছে আল-মুগাইয়ির গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলি সেনারা অন্তত ৩০টিরও বেশি বাড়িতে অভিযান চালিয়ে বাসিন্দাদের সম্পদ ও গাড়ি ভাঙচুর করেছে।

স্থানীয় পরিষদ প্রধান জানান, প্রায় ৪ হাজার মানুষের গ্রামটিতে ০.২৭ বর্গকিলোমিটার এলাকা থেকে গাছগুলো ধ্বংস করা হয়। গত বৃহস্পতিবার থেকে আল-মুগহাইয়িরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

গ্রাম্য কাউন্সিলের উপ প্রধান মারজুক আবু নাঈম ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফাকে জানিয়েছেন, ইসরায়েলি সেনারা ২৩ আগস্ট, শনিবার ভোর থেকে ৩০টি বাড়িতে তাণ্ডব চালিয়েছে। এ সময় তারা বাসিন্দাদের সম্পত্তি এবং যানবাহন ধ্বংস করেছে।

কয়েক দশক ধরে বর্বর ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি ভূমি দখল এবং বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার লক্ষ্যে ফিলিস্তিনের সংস্কৃতির প্রতীক জলপাই গাছগুলো উপড়ে ফেলছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরেও ইসরায়েলি দখলদার বাহিনী ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের (ওসিএইচএ) সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত এ অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর ২ হাজার ৩৭০ হামলা চালায় অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।


তথ্যসূত্র:
1.Israeli military uproots thousands of Palestinian olive trees in West Bank
– https://tinyurl.com/34kf853w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচুরির সময় হাতেনাতে আটক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় শাবাবের অভিযানে বুরুন্ডিয়ান সেনা সহ মোগাদিশু প্রশাসনের অন্তত ৭ গোয়েন্দা সদস্য হতাহত