সোমালিয়ায় শাবাবের অভিযানে বুরুন্ডিয়ান সেনা সহ মোগাদিশু প্রশাসনের অন্তত ৭ গোয়েন্দা সদস্য হতাহত

0
153

সোমালিয়ায় পশ্চিমা সমর্থিত মোগাদিশু প্রশাসনের সাথে যুক্ত গোয়েন্দা সদস্য ও বুরুন্ডিয়ান বাহিনীর বিরুদ্ধে ২টি পৃথক অপারেশন পরিচালনা করেছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিন। এতে ১ বুরুন্ডিয়ান সেনা ও গোয়েন্দা সংস্থার ৬ সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনরা ২৪ আগস্ট ২০২৫ তারিখ রবিবার, সোমালিয়ার রাজধানী মোগাদিশু এবং বে রাজ্যে ২টি পৃথক অভিযান পরিচালনা করেছেন।

এরমধ্যে প্রথম অভিযানটি চালানো হয় মোগাদিশুর হিলওয়া জেলার পশুপালন বাজার এলাকায়। অভিযানটি মোগাদিশু প্রশাসনের সাথে যুক্ত নিসা গোয়েন্দা সংস্থার সদস্যদের একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়েছে। মুজাহিদদের এই বোমা বিস্ফোরণের ঘটনায় গোয়েন্দা সংস্থার কমপক্ষে ৩ সদস্য নিহত এবং আরও ৩ সদস্য আহত হয়েছে। এই বিস্ফোরণে আহত সৈন্যদের মধ্যে জেলাটির গোয়েন্দা সংস্থার কমান্ডার ইসমাইল আলী ইয়ারেও রয়েছে।

এদিন সকালে, মধ্য শাবেলি রাজ্যের বুরান এলাকায়ও একটি সফল বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটান মুজাহিদিনরা। বিস্ফোরণটি উক্ত এলাকা দিয়ে হেঁটে যাওয়া দখলদার বুরুন্ডিয়ান সৈন্যদের লক্ষ্য করে ঘটানো হয়। ফলশ্রুতিতে একটি প্রচণ্ড বিস্ফোরণে বুরুন্ডিয়ান বাহিনীর কমপক্ষে ১ সৈন্য নিহত এবং আরও কতক সৈন্য আহত হয়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/vmz69djt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের রামাল্লায় ৩০০০ জলপাই গাছ উপড়ে ফেলছে দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধইয়েমেনে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ৮৬