
২৪ আগস্ট, রবিবার ইয়েমেনের রাজধানী সানায় একাধিক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছে। ২৫ আগস্ট, সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে, রবিবারের এ হামলায় সানার একটি তেল স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়। এ হামলায় অন্তত ৬ জন নিহত ও ৮৬ জন আহত হয়েছে।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আবেদ আল-থওর বলেছে, দখলদার ইসরায়েলের দাবি মিথ্যা। তারা সামরিক স্থাপনা নয়, বরং বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে যাতে ইয়েমেনের জনগণ দুর্ভোগের শিকার হয়। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল আরব ও মুসলিম বিশ্বের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধ চালাচ্ছে। তার ভাষায়, “প্রেসিডেন্ট প্রাসাদ বহু আগে থেকেই খালি। ইসরায়েল যা করছে তা নিছক বর্বরতা।”
গত এক মাস ধরে দখলদার ইসরায়েল ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্র ও বন্দরগুলোতে বারবার হামলা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে দখলদার ইসরায়েলি নৌবাহিনী সানার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়।
তথ্যসূত্র:
1.Israel strikes on Yemeni capital Sanaa kill six, wound dozens
– https://tinyurl.com/2s3k5u3d
2. Israeli bombardment kills six in Yemen’s Sanaa after Houthi attacks
– https://tinyurl.com/43vfkhvs


