ইমারতে ইসলামিয়ায় অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন পরিশোধ শুরু

0
67

অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন পরিশোধ কার্যক্রম শুরু করেছে ইমারতে ইসলামিয়া সরকার। আমীরুল মু’মিনীনের নির্দেশে এই প্রক্রিয়াটি শুরু করা হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের পেনশন বিভাগের প্রধান মুহাম্মদ রাহমানি হাফিযাহুল্লাহ।

তিনি বলেন, সময়মত পেনশন প্রদানের জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। প্রক্রিয়াটি সহজ করতে পেনশন বিভাগে পৃথক ডেস্ক ও বিশেষ আদালত প্রতিষ্ঠা করা হয়েছে, যেন পেনশনভোগীদের একাধিক অফিসে গমন করতে না হয়।

প্রথমত অবসরপ্রাপ্তদের বিশেষ আদালতে আবেদন করতে হবে। আবেদনকারী ব্যক্তির নথিগুলো যাচাই-বাছাইয়ের পর বিশেষ আদালত তার পেনশন ভাতা অনুমোদন করবে। ১ম দফায় ৯টি সরকারি প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্তগণ ১ মাসের মধ্যে তাদের বকেয়া পেনশন পাবেন।

তিনি আরও জানান, অবসরপ্রাপ্তদের ৫টি বিভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে যাচাইকৃত পেনশনভোগীদের ১ম বিভাগে রাখা হয়েছে।

২০২১ সালের আগস্ট মাসে পূর্ববর্তী প্রশাসনের পতনের পর আফগানিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন কার্যক্রম স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে পেনশন সম্পর্কিত নথিপত্র পর্যালোচনা ও বৈধতা দেয়ার জন্য একটি বিশেষ আদালত প্রতিষ্ঠা করা হয়।

যথাযথ যাচাইয়ের জন্য সকল কাগজপত্র জমা দিতে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের আহ্বান জানানো হয়। মূলত জালিয়াতি রোধ ও পেনশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


তথ্যসূত্র:
1. Afghanistan resumes pension payments for civilian and military retirees
– https://tinyurl.com/y8xb92xb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ৮৬
পরবর্তী নিবন্ধগাজায় শহীদ আরও ৫১, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ২৪ জনের