আফগানিস্তানে সংস্কার শেষে উদ্বোধন হল খুলাফায়ে রাশেদার আমলের ঐতিহাসিক বাবাজি মসজিদ

0
134

ব্যাপক সংস্কারের পর আফগানিস্তানের গজনি প্রদেশে পুনরায় চালু করা হয়েছে খুলাফায়ে রাশেদার আমলে নির্মিত ঐতিহাসিক বাবাজি মসজিদ। গজনির পুরনো শহরে অবস্থিত মসজিদটি উদ্বোধন করেছেন ইমারতে ইসলামিয়ার তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী আতিকুল্লাহ আজিজি হাফিযাহুল্লাহ।

উদ্বোধনের সময় তিনি বলেন, এই মসজিদ সর্বপ্রথম নির্মিত হয়েছিল আজ থেকে ১৪০০ বছর পূর্বে, ইসলামের ৩য় খলিফা হযরত উসমান বিন আফফান রাযিয়াল্লাহু এর খিলাফত আমলে। সেই সময় আফগানিস্তানে ইসলামের প্রথম আগমন ঘটেছিল। এছাড়া গজনি প্রদেশে নির্মিত এটিই প্রথম মসজিদ।

বছরের পর বছর ধরে প্রাকৃতিক দুর্যোগের ফলে ঐতিহাসিক এই মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই ইমারতে ইসলামিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় মসজিদটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়।

দুই তলা বিশিষ্ট এই মসজিদ সংস্কারে ব্যয় হয়েছে প্রায় দেড় লক্ষ মার্কিন ডলার। এটির মেরামত কাজ প্রায় ১৪ মাস অবধি চলেছিল।

মসজিদটি পুনরায় চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন গজনি প্রদেশের স্থানীয় বাসিন্দাগণ। এরূপ ঐতিহাসিক স্থাপনা ও ইসলামের নিদর্শনগুলো রক্ষায় সরকারের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।

ভিডিও দেখুন:


https://x.com/i/status/1959649764532007056


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3jfdx4w7
2. Ghazni’s historic Babaji Mosque repair work completed
– https://tinyurl.com/228n2s8v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেড়ে চলছে আফগানি মুদ্রার মান; চার বছরে অগ্রগতি আন্তর্জাতিক ব্যাংকিং সংযোগেও
পরবর্তী নিবন্ধকিশোরগঞ্জে বিএনপি নেতা ফজলুর রহমানের ছবিতে গণজুতা নিক্ষেপ ও অবাঞ্ছিত ঘোষণা