নাসের হাসপাতালে বর্বর ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ শহীদ ১৯

0
36

২৫ আগস্ট, সোমবার গাজায় নাসের হাসপাতালেও নৃশংস হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার ইসরায়েল। এতে ফিলিস্তিনি তিনজন সাংবাদিকসহ কমপক্ষে ১৯ জন শহীদ হয়েছেন। রয়টার্স জানিয়েছে, নাসের হাসপাতালের হামলায় তাদের একজন ক্যামেরাম্যান নিহত হয়েছেন। তিনজন সাংবাদিক আল জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস এবং এনবিসিতে কাজ করতেন বলে জানা গেছে।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রাথমিক হামলায় বেশ কয়েকজন শহীদ হন এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় অন্যরা মারা যান।

ভিডিও ফুটেজে দক্ষিণ গাজার প্রধান হাসপাতাল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শহীদদের মধ্যে তাদের ক্যামেরাম্যান হুসাম আল-মাসরিও রয়েছেন।
অন্যরা হলেন আল জাজিরার জন্য কর্মরত মোহাম্মদ সালামেহ, অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিক মরিয়ম আবু দাকা এবং আমেরিকান টিভি নেটওয়ার্ক এনবিসিতে কর্মরত ফটোগ্রাফার মুয়াথ আবু তাহা।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া তথ্য অনুযায়ী, বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ইসরায়েলি বাহিনী শহরের আশপাশে একাধিক দফায় বিমান হামলা চালিয়েছে।
শহরটি দখলের জন্য সামরিক প্রস্তুতি চলছে। আল-সাবরা এলাকায় চালানো হামলায় অন্তত আটজন শহীদ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বাসাল আরো জানান, গাজার অন্যান্য এলাকাতেও বোমাবর্ষণ হয়েছে। শহীদের সংখ্যা বর্তমানে ৪২ জনে দাঁড়িয়েছে।


তথ্যসূত্র:
1.Al Jazeera’s Salama among four Gaza journalists killed in Israeli attack
-https://tinyurl.com/h3zzaetm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিকারুননিসায় হিজাব পরিধান করায় ২২ শিক্ষার্থীকে হেনস্থা ও ‘জঙ্গি’ তকমা;  প্রাথমিক প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধইয়েমেন থেকে গাজার় জনগণের জন্য আল-কায়েদার সাহায্য প্রেরণ