আফগানিস্তানে নাসাজি বাঁধ পাওয়ার গ্রিড প্রকল্প সম্পন্ন, বিদ্যুৎ সেবায় হাজার হাজার বাসিন্দা উপকৃত

0
53

আফগানিস্তানের বাগলান প্রদেশে পুল-ই-খুমরি অঞ্চলে নাসাজি বাঁধ পাওয়ার গ্রিড প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের আওতায় নাসাজি বাঁধ জলবিদ্যুৎ প্লান্টের সাথে সংযুক্ত করে ৮ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক ও ৭টি ট্রান্সমিশন টাওয়ার স্থাপন করা হয়েছে। প্রকল্পটি সমাপ্ত হওয়ার ফলে উক্ত অঞ্চলের শত শত পরিবার আরও ভালোভাবে বিদ্যুৎ সুবিধা লাভ করছে।

প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৬ লক্ষ মার্কিন ডলার। স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন এই পাওয়ার গ্রিডের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাগলানের গভর্নর আব্দুর রহমান হাক্কানি হাফিযাহুল্লাহ বলেন, মানুষের দৈনন্দিন জীবন ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য বিদ্যুতের সহজলভ্যতা অপরিহার্য। এই প্রকল্পের সমাপ্তি পুল-ই-খুমরির বিপুল সংখ্যক বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহ করবে। তিনি এই অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সুরক্ষায় সহায়তার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

এছাড়া প্রদেশে জনসেবা ও শিল্পের বিকাশ জোরদার করতে প্রকল্পটির বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন স্থানীয় কর্মকর্তাগণ।

উল্লেখ্য যে, পুল-ই-খুমরি নাসাজি বাঁধ ১৯৫০ এর দশকে নির্মিত হয়েছিল। এটি আফগানিস্তানের প্রাচীন জলবিদ্যুৎ প্লান্টগুলোর মধ্যে অন্যতম। এতে প্রায় ৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। সীমিত আকার হলেও বাগলান প্রদেশে বিদ্যুৎ সরবরাহে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।


তথ্যসূত্র:
1. Completion of power project at Pul-e-Khumri dam brings electricity to hundreds of families
– https://tinyurl.com/msj6prkf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেন থেকে গাজার় জনগণের জন্য আল-কায়েদার সাহায্য প্রেরণ
পরবর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলায় ছয় সাংবাদিকসহ ৮৯ ফিলিস্তিনি শহীদ