
গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন আরও ৫ জন সাংবাদিক। এছাড়া থেমে নেই ফিলিস্তিনি মুসলমানদের উপর ইহুদিবাদী শাসকগোষ্ঠীর নির্যাতন ও নৃশংসতা। জায়ানবাদী শাসকগোষ্ঠীর অমানবিক হামলার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেছে ইমারতে ইসলামিয়া সরকার।
এই সংক্রান্ত এক বিবৃতিতে ইমারতে ইসলামিয়ার উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ বলেন, সাংবাদিক হত্যা একটি মারাত্নক সীমালঙ্ঘনের প্রতিনিধিত্ব করে। এই ঘটনা মত প্রকাশের স্বাধীনতা নীতির উপর ‘চরম লজ্জাজনক’ হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য যে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৫০ জনের অধিক সাংবাদিক হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েলি সরকার। শহীদ হওয়া সাংবাদিকদের সত্য প্রকাশে অদম্য সাহসী হিসেবে বিবৃতিতে তুলে ধরা হয়েছে। এছাড়া তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।
তথ্যসূত্র:
1. IEA strongly condemn martyrdom of journalists by Zionist in Gaza
– https://tinyurl.com/5b3avtpb


