
কুমিল্লার বুড়িচংয়ে চাঁদা না পেয়ে এক যুবককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। উপজেলার বারেশ্বর এলাকার এ ঘটনায় মঙ্গলবার আদালতে মামলা করেছেন ভুক্তভোগী রিয়াদ ভূঁইয়া মাহিন। এর আগে রোববার (২৫ আগস্ট) তাকে উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ময়নাল হোসেনের বাড়িতে নিয়ে নির্যাতন করা হয় বলে মামলায় উল্লেখ করে ওই যুবক।
হয়রানির শিকার হওয়ার ভয়ে স্থানীয় এক বিএনপি নেতাসহ কয়েকজন গণমাধ্যমকে জানায়, যুবদল নেতা ময়নাল বেশি সুবিধার মানুষ না। সে বালু, মাটিসহ বিভিন্ন কারবার করে। তার বিরুদ্ধে নানা অভিযোগ আছে। আগেও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল। এখন ওয়ার্ড যুবদলের সভাপতি হওয়ায় আরো বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয় যুবক মাহিনের পরিবারের সদস্যরা বিদেশে থাকায় তার কাছ থেকে টাকা আদায় করা যাবে ভেবে তাকে তুলে নিয়ে নির্যাতন করেছে এই নেতা।
ভুক্তভোগী মাহিন বলেন, মাস তিনেক আগে যুবদল নেতা ময়নাল মোবাইল ফোনে আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে রাজি না হলে আমাকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি ও ভয় দেখাতে থাকে। আমাকে বাড়িতে বসবাস করতে দেবে না বলে হুমকি দেয়। বাধ্য হয়ে মোবাইল ফোনে ব্লক করে দিলেও সে অন্য নম্বর থেকে কল দিয়ে হুমকি দিতে থাকে।
তারই ধারাবাহিকতায় রোববার বিকালে অন্য একজনের মোবাইল ফোন দিয়ে কল দিয়ে যুবদল নেতা ময়নাল আমাকে ডেকে রাস্তার মাঝে নিয়ে যায়। সেখানে উপস্থিত হওয়ার সঙ্গে সে ও তার দলবল নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। তার সঙ্গে ছিল জয়নাল, মেহেদী, সাইফুল ও জুয়েল রানা। তারা সবাই মিলে আমাকে মারতে মারতে ময়নালের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার মেয়ে ও মেয়ের জামাই লাঠি দিয়ে আমার গায়ে আঘাত করে। আমার গলা চেপে ধরে হত্যার ভয় দেখাতে থাকে।
তথ্যসূত্র:
১. চাঁদা না পেয়ে যুবককে তুলে নিয়ে পেটালেন যুবদল নেতা
– https://tinyurl.com/sbd9x9n5


