মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য এখন এনসিপি নেতা

0
41

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রধান সমম্বয়কারী মো. মাজহারুল ইসলাম মাদক মামলায় সাজাপ্রাপ্ত। পুলিশের পলাতক আসামির অনলাইনের তালিকায় তার নাম রয়েছে। এছাড়াও গৌরনদী কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ২১ আগস্ট মাজহারুলকে প্রধান সমন্বয়কারী করে ২৫ সদস্যের আগৈলঝাড়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠিত হয়। পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ কমিটি অনুমোদন দেয়।

কমিটি প্রকাশের পরই মাজহারুল ইসলামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার বিষয়টি প্রকাশ পায়।

মো. মাজহারুল ইসলাম বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ি গ্রামের নিজামুল ইসলামের ছেলে।

পুলিশের পলাতক আসামির অনলাইন তালিকা আগৈলঝাড়া থানায় তার নাম রয়েছে। এতে দেখা যায়, ২০২০ সালের ১৩ জানুয়ারি আদালতের আদেশে মাদক মামলায় মাজহারুলকে সাজা দেয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহারে অভিযুক্ত সে।

স্থানীয় একাধিক ব্যক্তি তাদের নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানায়, মো. মাজহারুল ইসলাম (নিপু) তার কলেজ জীবনে গৌরনদী কলেজের নিষিদ্ধ ঘেষিত ছাত্রলীগের সাথে জড়িত ছিল।


তথ্যসূত্র:
১. মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ছাত্রলীগের মাজহার এখন এনসিপি নেতা
– https://tinyurl.com/5f28ahfp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাঁদা না দেওয়ায় যুবককে তুলে নিয়ে পেটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধগাজায় লাইভ সম্প্রচারের সময় বর্বর ইসরায়েলি হামলায় নিহত রয়টার্স সাংবাদিক