দখলদার ইসরায়েলের ড্রোন বিস্ফোরণে লেবাননের দুই সেনা নিহত

0
19

দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলের ড্রোন বিস্ফোরণে দুই লেবানিজ সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছে বলে জানিয়েছে লেবানন সেনাবাহিনী।

২৮ আগস্ট, বৃহস্পতিবার নাকৌরা এলাকায় লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় এমন এলাকায় বিধ্বস্ত ইসরায়েলি ড্রোনটির ধ্বংসাবশেষ পরিদর্শনের সময় সেটি বিস্ফোরিত হয়।

লেবাননের সেনাবাহিনীর অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, নাকুরা এলাকায় একটি ইসরায়েলি ড্রোন পতনের খবর পেয়ে সেনারা ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে। এসময় ড্রোনটিতে থাকা বিস্ফোরক দ্রব্য হঠাৎ সক্রিয় হয়ে যায় এবং ব্যাপক বিস্ফোরণ ঘটে। এতে লেফটেন্যান্ট রাঈদ আবদুল্লাহ ও সৈনিক আহমেদ আল-হুসেইন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এই বিস্ফোরণকে ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা চরমে পৌঁছেছে। যদিও দখলদার ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ঘটনার দায় স্বীকার করেনি, তবে লেবাননের নিরাপত্তা মহল একে ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসনেরই অংশ হিসেবে দেখছে।

ঘটনার বিশ্লেষণে বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের এই ড্রোন বিস্ফোরণ কোনো দুর্ঘটনা নয় বরং একটি পরিকল্পিত বার্তা—লেবাননের সেনাবাহিনী বা হিজবুল্লাহ কেউ যেন দক্ষিণ সীমান্তে শান্তভাবে টিকে না থাকতে পারে। পশ্চিমা গণমাধ্যমগুলো যদিও ঘটনাটিকে কেবল একটি “দুর্ঘটনা” হিসেবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তবে এটি মুসলিম প্রতিরোধকে ভয় দেখিয়ে চাপ সৃষ্টির এক ধরনের কৌশল।


তথ্যসূত্র:
1. Two Lebanese soldiers killed in Israeli drone explosion in southern Lebanon
– https://tinyurl.com/mr8br72y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় শটগান ও রামদাসহ সন্ত্রাসী যুবলীগ নেতা আটক
পরবর্তী নিবন্ধবুয়েট শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবিকে এআই-নির্মিত বলে মিথ্যাদাবী ডিএমপির