
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে দেশটির সেনাবাহিনীর উপর ২টি রিমোট কন্ট্রোল বোমা হামলা চালিয়েছেন ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) মুজাহিদিনরা। এতে শত্রু বাহিনীর ২ সেনা সদস্য নিহতের পাশাপাশি ৩ এরও অধিক শত্রু সৈন্য আহত হয়েছে।
প্রতিরোধ বাহিনী আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) এর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে ১লা সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতি থেকে জানা যায়, মুজাহিদিনরা গত ৩০ আগস্ট শনিবার, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের দত্তা-খেইল সীমান্তে দুটি সফল রিমোট কন্ট্রোল বোমা হামলা চালিয়েছেন। প্রথম হামলটি শত্রু সেনাবাহিনীর একটি পদাতিক টহলরত দলকে লক্ষ্যবস্তু করে চালানো হয়। ফলে ঘটনাস্থলেই ১ শত্রু সৈন্য নিহত হয় এবং ৩ সৈন্য গুরুতর আহত হয়।
মুজাহিদিনরা দ্বিতীয় রিমোট কন্ট্রোল বোমা হামলাটি চালান
শত্রু সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিমের উপর। এতে আরও ১ শত্রু সৈন্য নিহত এবং বেশ কিছু সৈন্য আহত হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/5n8rrejn


