ঢাকা কলেজে সালাম না দেওয়ায় জুনিয়রদেরকে তীব্র রোদে দাঁড় করিয়ে র‌্যাগিংয়ের অভিযোগ

0
74

সালাম না দেওয়ায় ঢাকা কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের হাতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা র‌্যাগিংয়ের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১ সেপ্টেম্বর) কলেজের কেন্দ্রীয় মাঠে গ্যালারির পেছনে এ ঘটনা ঘটে। ৫ আগস্টের ছাত্র-আন্দোলনের পর এই ‘অপ কালচার’ বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে নতুন করে র‌্যাগিংয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী গণমাধ্যমকে জানিয়েছেন, পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা ২০২৩-২৪ সেশনের জুনিয়রদের তীব্র রোদে দাঁড় করিয়ে রেখে অপমানজনক আচরণ করে। এ সময় দ্বিতীয় বর্ষের কয়েকজন গাছের ছায়ায় দাঁড়িয়ে জুনিয়রদের উদ্দেশে আক্রমণাত্মক ভাষায় কথা বলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মাঠের পূর্ব পাশে জুনিয়রদের ডেকে এনে উত্তপ্ত রোদে দাঁড় করিয়ে রাখা হয়। দূর থেকে একজন শিক্ষার্থী ছবি তুলে মোবাইলে অডিও রেকর্ড চালু করে কথোপকথন ধারণ করে। সেই রেকর্ডে শোনা যায়, এক সিনিয়র বলে, ‘আমি যখন সামনে দাঁড়াইতেছিলাম সবাই বাইর হইছোস, আমারে সালাম দিস নাই।’ পাশ থেকে আরেকজন বলে, ‘সালাম দিছোস? তোরা ওগোরে দেখে কাল সালাম দিস নাই, কে কে হাত তোল?’ তখন এক জুনিয়র বলে, ‘বাইরে আছে।’ উত্তরে এক সিনিয়র বলে, ‘তিন দিন আগে ডাকাইছি, আসে না ক্যান? তোদের কি ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছে আছে?’ এরপর আরও হুমকি-ধমকি ও অপমানজনক কথা শোনা যায়।

পরিসংখ্যান বিভাগের একাধিক শিক্ষার্থী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, রেকর্ডে শোনা যাওয়া কণ্ঠ দ্বিতীয় বর্ষের সি-আর নাইমুর রহমান মুল্লার। আরেকজন, তরিকুল রিমন, এ ঘটনায় সক্রিয় ভূমিকা রাখে। জানা গেছে, এর আগেও দুই দিন ধরে সি-আর-এর মাধ্যমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসরুমে ডেকে অপমান করা হয়। দরজা বন্ধ করে কথিত ম্যানার শেখানোর নামে খারাপ আচরণ করা হয়। এমনকি ১৩ মিনিটের আরেকটি রেকর্ডে অকথ্য ভাষায় গালিগালাজও শোনা যায়।


তথ্যসূত্র:
১. সালাম না দেওয়ায় জুনিয়রদের রোদে দাঁড় করিয়ে র‌্যাগিংয়ের অভিযোগ
– https://tinyurl.com/3cjyuxpa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরংপুর মেডিকেল কলেজ হোস্টেলে ছাত্রদল নেতার গাঁজার আসর
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ০৪