প্রায় দুই বছরে ইসরায়েলি আগ্রাসনে প্রতিবন্ধী হয়েছে অন্তত ২১ হাজার শিশু

0
34

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের সামরিক আগ্রাসন প্রতিদিনই এক নতুন বিপর্যয়ের জন্ম দিচ্ছে। বেসামরিক মানুষ, নারী, বৃদ্ধদের এবং বিশেষ করে শিশুদের উপর ইসরায়েলি বর্বরতা সব ধরনের মানবিক সীমা অতিক্রম করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়লি বর্বরতায় অন্তত ২১ হাজার শিশু প্রতিবন্ধী হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি কমিটি।

প্রায় দুই বছরের আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার ৫০০ শিশু ‘যুদ্ধ-সম্পর্কিত নতুন আঘাত’ পেয়েছে, যার মধ্যে অর্ধেকের বেশি শিশু প্রতিবন্ধী হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক কমিটি।

প্রতিবেদনে বলা হয়, এসব শিশুদের অনেকেই হাত-পা হারিয়েছে, কেউ কেউ চোখে দেখতে পায় না, অনেকে আবার মানসিকভাবে ভেঙে পড়েছে। অথচ চিকিৎসা পাওয়ার মতো অবস্থা নেই সেখানে। কারণ বেশিরভাগ হাসপাতাল গুঁড়িয়ে গেছে, ওষুধ নেই, চিকিৎসকও অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না।

বর্বর ইসরায়েলি অবরোধের কারণে মানবিক সহায়তাও তাদের কাছে পৌঁছাচ্ছে না। আগে জাতিসংঘের অধীনে প্রায় ৪০০টি সাহায্যকেন্দ্র থাকলেও বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বেসরকারি সংস্থা GHF–এর মাত্র ৪টি বিতরণ কেন্দ্র চালু রয়েছে। নিয়মিত ইসরায়েলি হামলার কারণে এসব কেন্দ্রও অধিকাংশ প্রতিবন্ধী মানুষের জন্য দূুর্গম্য হয়ে পড়েছে।

একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ওপর আরোপিত বিধি-নিষেধ প্রতিবন্ধীদের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে বলেও জানায় কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রতিবন্ধী মানুষরা মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন, ফলে অনেকেই খাদ্য, বিশুদ্ধ পানি বা স্যানিটেশন ছাড়াই বেঁচে আছেন এবং অন্যদের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।’

কমিটি জানিয়েছে, ৮৩ শতাংশ প্রতিবন্ধী মানুষ তাদের সহায়ক সরঞ্জাম হারিয়েছে এমনকি গাধার গাড়ির মতো বিকল্প ব্যবস্থাও অধিকাংশের নাগালের বাইরে।

প্রায় দুই বছরের আগ্রাসনে এ পর্যন্ত প্রায় এক লাখ ৫৭ হাজার ১১৪ জন মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ শতাংশেরও বেশি মানুষ আজীবন অক্ষমতার ঝুঁকিতে আছে।

গাজায় বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা শুধু একটি যুদ্ধ নয়, এটি এক নিঃশব্দ গণহত্যা। এই পরিস্থিতি কেবল শিশুদের বর্তমান জীবনই নয়, ভবিষ্যতও ধ্বংস করছে। যুদ্ধের ভয়াবহ ছাপ, মানসিক ট্রমা ও অপুষ্টিজনিত রোগে শিশুদের একটি প্রজন্ম হারিয়ে যাওয়ার ঝুঁকিতে।


তথ্যসূত্র:
1. Israeli attacks disabled 21,000 Palestinian children in Gaza war, UN says
– https://tinyurl.com/yt8x2c3a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল
পরবর্তী নিবন্ধএবার জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে ‘মূসার লাঠি’ নামে নতুন অপারেশনে আল-কাসসাম ব্রিগেড