যুক্তরাষ্ট্রে আবারো বিমান বিধ্বস্ত, নিহত ২

0
30

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারের শহরতলিতে ৫ সেপ্টেম্বর, শুক্রবার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। একটি ছোট বিমান শিল্প কার্যালয় পার্ক এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই আবার বিমানবন্দরে ফিরছিল। এসময় ডেনভার শহরের সেন্টেনিয়াল বিমানবন্দরের ঠিক দক্ষিণে দুর্ঘটনা ঘটে।

বিমানটি একটি কর্পোরেট অফিসের পার্কিং লটে বিধ্বস্ত হয়েছে। লাইভএ টিসি.নেটে পোস্ট করা এয়ার ট্র্যাফিক কন্ট্রোল অডিওতে শোনা যায় যে, একজন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার বিধ্বস্ত হওয়ার ঠিক আগে বিমানটিকে উড্ডয়নের জন্য অনুমতি দিচ্ছিল।

সাউথ মেট্রো ফায়ার সার্ভিসের মুখপাত্র ব্রায়ান উইলি জানায়, উদ্ধারকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা বিচ বিই৩৫ বিমানটিকে আগুনে জ্বলতে দেখে। ওই আগুন কাছের একটি ভবন এবং কিছু ডিজেল-চালিত জেনারেটরে ছড়িয়ে পড়ার উপক্রম হয়। পরে ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে গিয়ে দেখে, বিচ BE35 মডেলের বিমানটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে।

এর আগে ০৬ আগস্ট মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি ছোট বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৪ আরোহীর সকলেই মারা গেছে। উত্তর অ্যারিজোনার চিনলে বিমানবন্দর এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।


তথ্যসূত্র:
1. 2 people die in small plane crash near suburban Denver airport
– https://tinyurl.com/52yszx69

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্ৰুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ০৮
পরবর্তী নিবন্ধভারতে ইসলাম গ্রহণ করায় উগ্র হিন্দু গোষ্ঠীর রোষানলের শিকার এক পরিবার