ভারতে ইসলাম গ্রহণ করায় উগ্র হিন্দু গোষ্ঠীর রোষানলের শিকার এক পরিবার

0
78

ভারতের হরিয়ানার নুহ এলাকায় একটি হিন্দু পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এর ফলে উগ্র হিন্দু গোষ্ঠী তাদের বিরুদ্ধে আন্দোলন এবং থানায় মামলা দায়ের করেছে।

ভারতীয় গণমাধ্যম দ্য অবজারভার পোস্ট জানায়, গত ৩ সেপ্টেম্বর ভারতের হরিয়ানা রাজ্যের নুহ জেলার মারোরা গ্রামে এ ঘটনা ঘটে। ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারটির সদস্যরা হলেন- ৪৫ বছর বয়সী রাজমিস্ত্রি চেতরাম (বর্তমানে মোহাম্মাদ), তার স্ত্রী রেখা (বর্তমানে রুখসার), এবং তাদের তিন সন্তান। পরিবারটি জানিয়েছে, তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন।

ইসলাম গ্রহণের পর চেতরামের ভাই সতবীর নাগিনা থানায় অভিযোগ দায়ের করেন, দাবি করে যে পরিবারটি চাপের মধ্যে ইসলাম গ্রহণ করেছে। তবে চেতরাম এই অভিযোগ অস্বীকার করেছেন, এবং হলফনামায় জানিয়েছেন যে তারা ইসলামের সৌন্দর্যে প্রভাবিত হয়ে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন।

পরিবারের এই বক্তব্য সত্ত্বেও, উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো নাগিনা থানার বাইরে প্রতিবাদ করেছে। তারা বৃহৎ সংখ্যায় জমায়েত হয় এবং মুসলিম সম্প্রদায়কে অভিযুক্ত করেছে যে, তারা এলাকায় হিন্দুদের পরিকল্পিত ও সুসংগঠিত ধর্মান্তর ঘটাচ্ছে।

এছাড়াও একটি পঞ্চায়েত বৈঠকও অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা প্রশাসনকে সতর্ক করেছেন যে তারা যদি ব্যবস্থা না নেয়, তাহলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হতে পারে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পরিবারটি নিরাপত্তার ভয়ে আত্মগোপনে চলে যায়।


তথ্যসূত্র:
1. ‘We Accepted Islam Willingly’: Dalit Family in Haryana’s Nuh Converts to Islam; Police Case, Protests by Hindu Groups Follow
– https://tinyurl.com/4s663jct

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে আবারো বিমান বিধ্বস্ত, নিহত ২
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া আফগানিস্তানে পৌঁছেছে বাংলাদেশের পাঠানো সহায়তা