ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে পৌঁছেছে বাংলাদেশের পাঠানো সহায়তা

1
150

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের পর খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসার ঘাটতিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার দ্রুত উদ্যোগ নিয়ে জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে এবং তা ইতোমধ্যে কাবুলে পৌঁছেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (০৫ সেপ্টেম্বর ) জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য বাংলাদেশ সরকারের পাঠানো মানবিক সহায়তা কাবুলে পৌঁছেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশে শুক্রবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১.২২৭ টন ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে রওনা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল, তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস ও ঔষধ।

গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ২০৫ জন নিহত এবং ৩ হাজার ৬৪০ জন আহত হয়েছেন। প্রায় ৮ হাজার ঘরবাড়ি ধসে পড়েছে, যা দুর্যোগ পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে।


তথ্যসূত্র:
১.https://tinyurl.com/5n8csumw
২.https://tinyurl.com/2v3yybej

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে ইসলাম গ্রহণ করায় উগ্র হিন্দু গোষ্ঠীর রোষানলের শিকার এক পরিবার
পরবর্তী নিবন্ধভূমিকম্পে বিপর্যয় সত্ত্বেও আফগান শরণার্থীদের বহিষ্কার জোরদার করেছে পাকিস্তান