
আওয়ামী লীগের নেতা বা সাবেক এমপি এমনকি সমর্থক হলেও, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে তাদেরকে দলীয় মনোনয়ন দিবে বলে জানিয়েছে দলটির কো-চেয়ারম্যান সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
শনিবার (০৬সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির (জাপা) দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সে এ কথা বলে।
কো-চেয়ারম্যান মোস্তফা জানায়, আওয়ামী লীগের নেতা বা সাবেক এমপি অথবা সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোন মামলা-মোকাদ্দমা নাই কিংবা যে কোন সহিংসতায় জড়িত ছিলে না। সেই ব্যক্তিকে যদি আমরা যোগ্য প্রার্থী মনে করি তাহলে তাকেই আমরা মনোনয়ন দিব। কেন তাকে দেব না, এমন কোন প্রশ্ন শুনতে চাই না। অবশ্যই আমরা আওয়ামী লীগের সেই লোককেই মনোনয়ন দেব। কারণ আমাদের ক্যানডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা এটা করব।
সে আরো বলে, ৩০০ আসনে আমরা প্রার্থী দেব। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে সহিংসতার কোনো আলামত না থাকে তাহলে দেব না (মনোনয়ন) কেন অবশ্যই দেব। ফরিদপুর, গোপালগঞ্জসহ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। সেখানে যদি ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে তাহলে তার তাদেরকে আমরা মনোনয়ন দেব।
তথ্যসূত্র:
১. আ.লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি
– https://tinyurl.com/2x42dt6k


