
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৩১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান টুকু (৫৮) গ্রেপ্তার হয়েছে। শনিবার ভোর রাতে লবণচরা থানাধীন হাজী মালেক কবরস্থান সংলগ্ন বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার বসতঘরের বিছানার নিচে থেকে একটি ওয়ান শুটার গান, ৯ রাউন্ড শটগানের কার্তুজ এবং একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে লবণচরা থানায় মামলা হয়েছে।
সাবেক যুবদল নেতা টুকুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রাতে টুকুর বাড়িতে অভিযান চালায়। এ সময় যৌথবাহিনীর সদস্যরা তার ঘর থেকে একটি এক নলা বন্দুক, ৯ রাউন্ড গুলি ও একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে। গ্রেপ্তারের পর তাকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়।
তথ্যসূত্র:
১. অস্ত্র ও গ্রেনেডসহ সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
– https://tinyurl.com/354hx9jj


