চিকিৎসাধীন অবস্থায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত নেতাকর্মীর মৃত্যু

0
17

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত বাবুল আক্তার (৫২) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত বাবুল আক্তার ঢাকা বাড্ডা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং হামলাকারী আলম হোসেন পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে স্থানীয়রা গণমাধ্যমতে জানিয়েছে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, গত ২৭ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে বাবুল আক্তার ও সোহাগ হোসেন নামে দু’জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ৯দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে বাবুল আক্তার মারা যায়।


তথ্যসূত্র:
১. দৌলতপুরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু : আটক-১
– https://tinyurl.com/me3crw32

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র ও গ্রেনেডসহ গ্রেফতার যুবদলের সাবেক সভাপতি
পরবর্তী নিবন্ধবুরকিনায় জান্তা বাহিনীর উপর ‘জেএনআইএম’ মুজাহিদদের সফল ৭ অভিযান