
আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী হাফিযাহুল্লাহ বলেছেন, আফগানিস্তান কোনো দেশের সঙ্গে শত্রুতা করতে চায় না। বরং দেশটি বিশ্ববাসীর সঙ্গে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চায়।
গত ৬ সেপ্টেম্বর কাবুলে আয়োজিত বিদ্যুৎ খাতের স্থিতিশীলতা ও উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনে ২২টি দেশের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার সদস্য, জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারী, সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বেসরকারি খাতের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
এ সময় মাওলানা আব্দুস সালাম হানাফী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আফগানিস্তানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিন। যুদ্ধ ও সংঘর্ষ নয়, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার পথে এগিয়ে আসুন।’
বিনিয়োগ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আফগানিস্তানে এখন বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তাই দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উচিত দেশের স্বনির্ভরতা অর্জনে সক্রিয় ভূমিকা রাখা।
বিদ্যুৎ খাতের প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তানে বিদ্যুতের ব্যাপক সম্পদ রয়েছে। বিনিয়োগকারীরা যদি এ খাতকে শক্তিশালী করে, তবে দেশটি অন্যদের ওপর নির্ভরশীল না থেকে নিজেই স্বয়ংসম্পূর্ণ হতে পারবে।
তথ্যসূত্র:
1. مولوي عبدالسلام حنقي: هېوادونه دې افغانستان کې د جګړې پر ځای د پراختیايي پروژو پر سر سیالۍ وکړي
– https://tinyurl.com/47cjmyja


