
আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে নতুন করে ১০টি পান্না (বেরিল খনি) আবিষ্কারের ঘোষণা দিয়েছে প্রদেশের খনি ও পেট্রোলিয়াম বিভাগ।
গত ৬ সেপ্টেম্বর আফগান গণমাধ্যম বখতার নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রদেশটির আনাবা, রোখা, আবশার ও পারিয়ান জেলায় এইসব খনি শনাক্ত করা হয়েছে।
খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের প্রধান মাওলানা মুহাম্মদ কাসিম আমিরি হাফিযাহুল্লাহ জানান, মন্ত্রণালয়ের প্রকৌশলী ও কারিগরি দলের মাধ্যমে জরিপ ও শনাক্তকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও খনিজ সম্পদ শনাক্ত ও উন্নয়নের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, এর আগে পাঞ্জশির প্রদেশে ২৬০টি পান্না খনি আবিষ্কৃত হয়েছিল এবং এখন পর্যন্ত ৬০০টি লাইসেন্স দেওয়া হয়েছে পান্না উত্তোলনের জন্য।
তথ্যসূত্র:
1. Ten New Beryl Mines Identified in Panjshir
– https://tinyurl.com/2j2sthmw


