লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের বিক্ষোভ, ৪ শতাধিক গ্রেফতার

0
65

যুক্তরাজ্যের লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। এ সময় ৪২৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ হলো ২০২০ সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক একটি সংগঠন। তারা আন্তর্জাতিকভাবে ইসরায়েলের গণহত্যা ও বর্ণবাদ শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে আসছে।

স্থানীয় সময় ৬ সেপ্টেম্বর, শনিবার এ বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ। এটি যুক্তরাজ্যভিত্তিক সামাজিক ও আইনি সচেতনতা মূলক ক্যাম্পেইন গ্রুপ, যা আইনগত অধিকার রক্ষায় কাজ করে। তারা জানিয়েছেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন।

ডিফেন্ড আওয়ার জুরিস এক্সে (সাবেক টুইটার) ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে। তাতে লেখা হয়েছে, ‘পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে মাটিতে ফেলে দেয়। এ ছাড়া ‘‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই। আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’’ লেখা প্ল্যাকার্ড ধরায় অন্যদের গণহারে গ্রেফতার করা হয়।’

লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে, ৪২৫ জনেরও বেশি মানুষকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে।

যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের সময় পুলিশ লাঠিপেটা করে। একজন বিক্ষোভকারীকে গ্রেফতারের পর তার মুখ বেয়ে রক্ত ঝরতে দেখা যায়।

সংস্থাটি আরও জানিয়েছে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বাগবিতণ্ডা হয় এবং তাদের দিকে পানি ও প্লাস্টিকের বোতল ছোড়া হয়। একপর্যায়ে ভিড়ের চাপে কয়েকজন বিক্ষোভকারী মাটিতে পড়ে যান।


তথ্যসূত্র:
1. Police make mass arrests at Palestine Action rally outside UK Parliament
– https://tinyurl.com/54n2hkh7
2. More than 425 arrested at rally against Palestine Action ban in London
– https://tinyurl.com/4p3p7j98

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় শহীদ আরও ৬৭
পরবর্তী নিবন্ধ৭০০ দিনের আগ্রাসনে গাজাকে ৯০% ধ্বংস করেছে দখলদার ইসরায়েল