
বেনাপোল আইসিপিতে আমদানিকৃত ভারতীয় মরিচ বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হল, গুরজীত সালুজা (৩১) ও রাম দাস নাওয়াদি (২৪)।
রোরবার (০৭ সেপ্টেম্বর )সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল আইসিপির আমদানি-রপ্তানি গেইটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক (নম্বর- CG04PU5288) তল্লাশি করে ০১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ দুইজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।
তথ্যসূত্র:
১.বেনাপোলে অস্ত্রসহ দুই ভারতীয়কে আটক
-https://tinyurl.com/m4ujp3v4


