
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান এবং খাইবার এজেন্সিতে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে ২টি পৃথক অভিযান পরিচালনা করেছেন ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান। এতে একটি সামরিক কনভয়ে মুজাহিদদের হামলায় অন্তত ৫ সৈন্য নিহত হয়েছে।
ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ নিশ্চিত করেছেন যে, গত ৬ সেপ্টেম্বর রাত ৮টায়, মুজাহিদিনরা খাইবার এজেন্সির তিরাহ উপত্যকায় একটি সফল অভিযান পরিচালনা করেছেন। উপত্যকার ‘মালিক দীন-খেইল’ এলাকায় অবস্থিত সেনাবাহিনীর একটি পোস্ট লক্ষ্য করে মুজাহিদিনরা আক্রমণটি পরিচালনা করেন। এতে সীমান্ত অঞ্চলে মুজাহিদদের যাতায়াতের উপর নজরদারির জন্য স্থাপন করা একটি বড় ক্যামেরা ধ্বংস হয়ে যায়।
এদিকে, ৭ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২:১০ মিনিটের সময়, আইএমপি এর মুজাহিদিনরা উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী জেলার বাইপাস সীমান্ত অঞ্চলে একটি অভিযান পরিচালনা করেন। সীমান্ত অঞ্চলের খারাক-কোট এলাকায় একটি সামরিক কনভয়ের নিরাপত্তায় নিযুক্ত শত্রু সৈন্যদের উপর একটি মাইন বিস্ফোরণের মাধ্যমে উক্ত হামলাটি চালানো হয়। এই বিস্ফোরণের ফলে ৫ শত্রু সৈন্য নিহত হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/mvyanvzy
– https://tinyurl.com/t7kj6t55


