
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের একাংশের পলেস্তারা খসে পড়ে সালমা বেগম (৩৮) নামে এক রোগী আহত হয়েছেন। তিনি নাক কান গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত নারী সালমা বেগম গণমাধ্যমকে বলেন, আমার কানের পর্দা ফেটে যায় গত মঙ্গলবার নাক কান গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হই। ওই ওয়ার্ডের সিট না থাকায় আমি বারান্দায় পাটি বিছিয়ে চিকিৎসা সেবা নিচ্ছিলাম। রবিবার সকালে হঠাৎ আমার ওপরে ছাদের পলেস্তারা খসে পড়লে আমার ডান পায়ে প্রচণ্ড ব্যথা পাই। আমাদের বাসা চকবাজার থানার নাজিম উদ্দিন রোড এলাকায়।
তথ্যসূত্র:
১. ঢাকা মেডিকেলের ছাদের পলেস্তারা খসে পড়ে রোগী আহত
-https://tinyurl.com/apb3s7xu


