
ইমারতে ইসলামিয়া সরকারের মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর সম্পাদিত চুক্তি নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন অনুমোদন করেছেন আমীরুল মু’মিনীন মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ। সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা জোরদার করতে এটিকে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সরকারি কাজে ইমারতে ইসলামিয়ার কর্মকর্তাদের মালিকানাধীন অথবা তাদের সাথে সম্পর্কিত সংস্থাগুলোর সাথে ব্যবসায়িক চুক্তি সম্পূর্ণ নিষিদ্ধ।
আইন মন্ত্রণালয় জানায়, এটি সরকারি চুক্তির জন্য একটি সুস্পষ্ট আইনি কাঠামো প্রদান করবে। এই আইনের লক্ষ্য হল জনসম্পদ রক্ষা করা, সরকারি কাজে ন্যায্যমূল্যে মানসম্পন্ন পণ্য ক্রয় নিশ্চিত করা, মেরামত ব্যয় নিয়ন্ত্রণ করা এবং বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সাথে সরকারি লেনদেন সম্পাদন করা।
এই প্রসঙ্গে অর্থনৈতিক বিশ্লেষকগণ মন্তব্য করেন, উক্ত পদক্ষেপ বেসরকারি বিনিয়োগকারীদের জন্য সুযোগ প্রসারিত করবে এবং চুক্তি প্রক্রিয়ায় গ্রহণযোগ্যতা আরও জোরদার করবে।
তারা আরও বলেন, আইনটি সরকারী কাজে স্থানীয় ব্যবসায়ী ও বৃহত্তর জনসাধারণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবে, স্বার্থের দ্বন্দ্ব রোধ করবে।
এই আইনে একটি প্রস্তাবনা, দুইটি অধ্যায়, চারটি বিভাগ এবং চল্লিশটি অনুচ্ছেদ রয়েছে। আমীরুল মু’মিনীনের অনুমোদনের পর তা সরকারি গেজেটে আকারে প্রকাশ করা হয়েছে।
তথ্যসূত্র:
1. IEA leader approves new law to curb corruption in government contracts
– https://tinyurl.com/wur63jmw


