ফরিদপুরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি, আটক ০১

0
70

ফরিদপুরের বোয়ালমারীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করায় লাল মিয়া (৮০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। লাল মিয়া উপজেলার ঘোষপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্যার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতৈর হাটে পান ও ফল ব্যবসায়ী নাইমের দোকানের পাশে বসে লাল মিয়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। ঘটনাস্থলে উপস্থিত অনেকে এ ধরনের মন্তব্য শুনে ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে সে হাট থেকে পালিয়ে বাড়িতে আশ্রয় নেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাসিম রহমান গণমাধ্যমকে বলেন, সাতৈর হাটে আমি নিজ কানে ওই বৃদ্ধকে মহানবীকে নিয়ে কটুক্তি করতে শুনেছি। পরে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে। আমরা চাই, আদালতের মাধ্যমে তার কঠোর শাস্তি হোক।


তথ্যসূত্র:
১. বোয়ালমারীতে মহানবীকে নিয়ে কটুক্তি করায় বৃদ্ধ আটক
-https://tinyurl.com/2kczcxpe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিজেকে ‘মাসীহ’ ঘোষণা করে খ্রিস্টান ধর্ম প্রচার করছে নুরাল পাগলার ছেলে, টার্গেট দরিদ্র সুন্দরী তরুণীরা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের কাবুলে উদ্বোধন হলো আধুনিক ভূগর্ভস্থ মার্কেট