‘নারায়ে তাকবীর’ কে কটাক্ষ করে ‘নারায়াণ তাকবীর’ স্লোগান দিল ঢাকা কলেজের দুই শিক্ষার্থী

0
96

‘নারায়ে তাকবির’ ধর্মীয় স্লোগানকে ‘নারায়ণ তাকবির’ বলে কটাক্ষ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থী মাসুম খান ও মাহমুদুল হাসান অর্ণব।

গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাতের প্রথম প্রহরে এক ভিডিও বার্তায় তারা এ কটাক্ষ করে। এতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা যায়, মাসুম খান ইংরেজি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এবং মাহমুদুল হাসান অর্ণব ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। মাহমুদুল হাসান অর্ণব ঢাকা কলেজের শহীদ রুমি সংসদ ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস)-এর সঙ্গে যুক্ত।

ভিডিওর শুরুতে মাসুমকে “নারায়ণ তাকবির” বলতে শোনা যায়। পাশাপাশি ওই শিক্ষার্থী ভিপি পদে জয়ী প্রার্থীদের তিরস্কার করে বলেন, “আপনাদের নারায়ণ তাকবির সহযোগে অভিনন্দন। কাল থেকে ঢাবিতে শর্টস পরে যাওয়া নিষিদ্ধ, রগের যত্ন নেন বেশি কইরা।”


তথ্যসূত্র:
১. নারায়ে তাকবির স্লোগানকে কটাক্ষ করে ‘নারায়ণ তাকবির’ দিয়েছে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী
-https://tinyurl.com/2t2c5svk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪২ জন শহীদ
পরবর্তী নিবন্ধ৯/১১ হামলার কথা কিভাবে আগেই জেনেছে ইসরায়েলি গোয়েন্দারা