
দশ লাখ টাকা চাঁদা দাবি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনায় মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে হামলা ও গুলির অভিযোগ উঠেছে যুবদল নেতা আব্দুস সালাম প্রামাণিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই বিএনপি নেতা গুলিবিদ্ধ ও একজন আহত হয়েছে।
গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাসপাড়া প্রাথমিক বিদ্যালের সামনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গুলিবিদ্ধরা হল- ইউনিয়নের চোকদারপাড়া গ্রামের রজব আলী শেখের ছেলে ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শেখ শফি, দাসপাড়া গ্রামের মনতাজ আলী খানের ছেলে বিএনপি নেতা টিক্কা খান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাশেম বিশ্বাস, শেখ শফি, টিক্কা খানসহ কয়েকজন বসে কথা বলছিলে। এ সময় আব্দুস সালামের নেতৃত্ব কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে এসে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। তারা কয়েক রাউন্ড গুলি করে। এরপর স্কুলের সামনে এসে আবারও গুলি করে।
ভুক্তভোগী মালয়েশিয়া প্রবাসী আবুল কাশেম বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ১৭ বছর ধরে আমি মালয়েশিয়াতে থাকি। আমরাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। যুবদলের সালাম প্রামাণিক প্রায়ই চাঁদার দাবিতে আমার বাড়িতে এসে হুমকি দিত। আমি চলতি মাসের ৫ তারিখে ছুটি নিয়ে বাড়িতে আসি।
আসার পর যুবদলের এসব নেতারা আবারও ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি বলি যে আমিও তো বিএনপি করি তাহলে বিএনপি করে বিএনপিকে চাঁদা দিতে হবে কেন। এসব আবদার পূরণ না করায় আমার বাড়িতে এসে হামলা করে। এ সময় আমার সঙ্গে বসে থাকা দুজনকে গুলি করে।
তথ্যসূত্র:
১. চাঁদা না দেয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, ২ বিএনপি নেতা গুলিবিদ্ধ
– https://tinyurl.com/3urcn6cj


