
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের ২টি এলাকায় সম্প্রতি ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) পরিচালিত অভিযানে অন্তত ১৭ শত্রু সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।
আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) এর জারি করা এক বিবৃতি থেকে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৬ টায়, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের দত্তাহ খেইল সীমান্ত লাগোয়া এলাকায় মুজাহিদিনরা একটি গুণগত সফল অভিযান শুরু করেন। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ইত্তেহাদুল মুজাহিদিনের পরিচালিত এই অভিযানটি টানা ৩৬ ঘন্টারও বেশি সময় ধরে চলমান ছিলো। ফলশ্রুতিতে বহু সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয়েছে।
এসময় মুজাহিদদের হামলার শিকার শত্রু বাহিনীর সামরিক হেলিকপ্টারগুলি এলাকায় নিরীহ বেসামরিক নাগরিক ও তাদের বাড়িঘরের উপর ব্যাপক বোমাবর্ষণ করে। তথাপি কোনো হতাহতের শিকার না হয়ে মুজাহিদিনরা বীরত্বের সাথে শত্রু বাহিনীর বিরুদ্ধে তীব্র পাল্টা আক্রমণ চালিয়ে যান। ফলশ্রুতিতে যুদ্ধের দুদিন পরেও শত্রু বাহিনীর ১২টি মৃতদেহ যুদ্ধক্ষেত্রে পড়ে থাকতে দেখা গেছে।
আইএমপি মুখপাত্রের জারি করা বিবৃতি থেকে জানা যায়, ইত্তেহাদুল মুজাহিদিনরা ৭ সেপ্টেম্বর রবিবার রাতে, উত্তর ওয়াজিরিস্তানের একই এলাকায় আরও একটি সফল অভিযান পরিচালনা করেছেন। অভিযানটি দত্তা খেইল এলাকায় অবস্থিত তিনটি শত্রু অবস্থানে লেজার গানের সাহায্যে চালানো হয়। ফলে মুজাহিদদের এই অভিযানে শত্রু বাহিনীর অন্তত ৫ সৈন্য নিহত এবং আরও বেশ কিছু সৈন্য আহত হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/32prvae7
– https://tinyurl.com/2h3u23m6


