
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ ১৪ সেপ্টেম্বর কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ড. মুহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি-এর সঙ্গে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলোচনায় তারা কাতারে দখলদার ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলেন।
আফগান পররাষ্ট্রমন্ত্রী কাতারে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, প্রায় দুই বছর ধরে গাজায় চলমান ধারাবাহিক গণহত্যার পাশাপাশি দোহায় ফিলিস্তিনি প্রতিনিধিদলের ওপর ইসরায়েলের হামলা সব সীমা অতিক্রম করেছে।
তিনি আফগান জনগণ ও সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি সমর্থন এবং ভ্রাতৃত্বপূর্ণ অবস্থান জানিয়ে বলেন, ‘এই সংবেদনশীল সময়ে আফগানিস্তান কাতার ও এর জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে।’
ড. মুহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি ইমারতে ইসলামিয়ার পক্ষ থেকে হামলার নিন্দা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং এটিকে ভ্রাতৃত্বের স্পষ্ট নিদর্শন হিসেবে অভিহিত করেন।
এ সময় তিনি হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনার প্রসঙ্গে কাতারের মধ্যস্থতাকারী নীতির বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি উল্লেখ করেন, হামলাটি এমন এক সময়ে সংঘটিত হয়েছে যখন ফিলিস্তিনি প্রতিনিধিদল অস্ত্রবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিল, যা মূলত শান্তি প্রচেষ্টা এবং মধ্যস্থতার অংশ ছিল।
শেষে আফগান পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘ইসলামি দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, দৃঢ় এবং তাৎপর্যপূর্ণ অবস্থান গ্রহণ করা।’
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ycyuc764


