
সোমালিয়ার রাজধানী মোগাদিশু, বালাদ এবং জুবা অঞ্চলে শত্রু সামরিক বাহিনীগুলোর বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেছেন আল-কায়েদা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। এসময় মুজাহিদদের অভিযানে শত্রু বাহিনীর অন্তত ২৩ সেনা ও অফিসার হতাহত হয়েছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ১৩ সেপ্টেম্বর শনিবার বিকালে, বালাদ এবং রাজধানী মোগাদিশু মধ্যবর্তী রাস্তায় অবস্থিত একটি গুরগুর্ত মিলিশিয়া ঘাঁটিতে হামলা চালিয়েছেন। মুজাহিদদের এই আক্রমণে কমপক্ষে ২ গুরগুর্ত মিলিশিয়া সৈন্য নিহত এবং আরও ৮ সৈন্য আহত হয়েছে।
এদিন আশ-শাবাব মুজাহিদিনরা ভিলা সোমালিয়া গ্রুপের সদস্য আবদি বিলের একটি গাড়ি লক্ষ্য করেও হামলা চালিয়েছে। রাজধানী মোগাদিশুর উপকণ্ঠে সিঙ্কা ধীর এবং তারিদিশ এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় গাড়িটিতে হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৪ সৈন্য নিহত এবং ৬ সৈন্য আহত হয়েছে। বিস্ফোরণে আহত সৈন্যদের মধ্যে আহমেদ সিয়াদ নামে এক সিনিয়র কমান্ডারও রয়েছে।
এমনিভাবে মধ্য শাবেলি রাজ্যের আফগুয়ে শহরের উপকণ্ঠে একটি পরিকল্পিত অভিযান চালান মুজাহিদিনরা। এতে বেশ কিছু শত্রু সৈন্য হতাহত হয়। মুজাহিদদের এই অভিযানে হতাহতদের মধ্যে নিশ্চিতভাবে মোহাম্মদ নূর ইব্রাহিম নামে এক অফিসার নিহত হয়েছে। ইরিত্রিয়ায় প্রশিক্ষিত উচ্চপদস্থ এই মিলিশিয়া কর্মকর্তা অঞ্চলটিতে বেশ কিছু অপরাধের জন্য মুজাহিদদের টার্গেটে ছিলো।
এদিন রাতে, বে রাজ্যের দিনসুর জেলায় দখলদার ইথিওপীয়ান বাহিনী এবং আশ-শাবাব মুজাহিদদের মধ্যে তীব্র লড়াইয়ে সংঘটিত হয়েছে। মুজাহিদিনরা রাজ্যটির কানসাক্স-ধীর জেলার এল-হিন্দি ক্যাম্পেও এদিন মিলিশিয়া বাহিনীর উপর আক্রমণ করেছেন। ফলশ্রুতিতে বহু সংখ্যক ক্রুসেডার ও মিলিশিয়া সদস্য হতাহত হয়েছে।
মুজাহিদিনিরা শনিবার সোমালিয়া ও কেনিয়ার সীমান্তবর্তী একটি এলাকায় মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছেন। পরিকল্পিত আক্রমণটি নিম্ন জুবা ও কেনিয়ার সীমান্তে অবস্থিত কামবুনি এলাকার ওডো গ্রামের কাছে মিলিশিয়াদের একটি শিবিরকে লক্ষ্য করে চালানো হয়েছে। মুজাহিদদের পরিকল্পিত এই আক্রমণে ২ সৈন্য আহত হয়েছে। এদিন রাজ্যটি থেকে মোগাদিশু বাহিনীর এক সৈন্য আশ-শাবাব প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/3w88edcw
– https://tinyurl.com/4jvc27ky


