
সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেডের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলো গাজায় জায়োনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় অঞ্চলটিতে প্রতিরোধ যোদ্ধাদের একাধিক অভিযানে জায়োনিস্ট বাহিনীর ৪টিরও বেশি মেরকাভা ট্যাংক ও সামরিক যান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেড গত ১৪ সেপ্টেম্বর রবিবার, সামরিক অপারেশনের একটি বিবৃতি জারি করেছে। এতে উল্লেখ করা হয়েছে, সম্মুখ সারির যুদ্ধ থেকে ফিরে আসার পর মুজাহিদিনরা নিশ্চিত করেছেন, গত ৫ সেপ্টেম্বর, গাজা উপত্যকার জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে সাফাতাউই জংশনে মুজাহিদিনরা একটি সফল অভিযান পরিচালনা করেছেন। উক্ত এলাকায় মুজাহিদিনরা জায়োনিস্ট বাহিনীর ২টি মেরকাভা ট্যাংক লক্ষ্য করে শক্তিশালী স্থল আইইডি বিস্ফোরণ ঘটিয়েছেন।
আল-কুদস ব্রিগেড নিশ্চিত করেছে যে, গত ১৪ সেপ্টেম্বর রবিবার, দলটির প্রতিরোধ যোদ্ধারা গাজা শহরের আল-শুজাইয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করেছেন। অভিযানটি শুজাইয়া এলাকার পূর্বে তেল আল-মুনতার পাহাড়ের চারপাশে জায়োনিস্ট সেনাবাহিনী ও তাদের যানবাহনের সমাবেশস্থল লক্ষ্য করে বেশ কিছু মর্টার শেল নিক্ষেপের মাধ্যমে চালানো হয়। শেলগুলো লক্ষ্যবস্তুতে আঘাতের ফলে ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা যায়।
এদিন খান ইউনিসের দক্ষিণেও একটি অভিযান পরিচালনা করেন আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা। শহরের হালিমা মসজিদের আশেপাশে শত্রু সৈন্য এবং যানবাহনগুলো লক্ষ্য করে একাধিক মর্টার শেলের বোমাবর্ষণের মাধ্যমে এই হামলাটি চালানো হয়।
আল-কুদস ব্রিগেড আরও উল্লেখ করেছে যে, দলটির যোদ্ধারা গত ১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে, গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় একটি সফল অভিযান পরিচালনা করেছেন। যোদ্ধারা উক্ত এলাকার আল-ইয়াজ্জি হলের কাছে একটি পূর্ব-স্থাপিত বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে জায়োনিস্ট বাহিনীর ১টি মেরকাভা-৪ ট্যাংক ধ্বংস করেছেন।
এদিন ঠিক রাত ১১:২৫ মিনিটের সময়, আল-কুদস ব্রিগেডের সাথে যুক্ত জেনিন ব্যাটালিয়নের যোদ্ধারা তাইয়েবাহ এলাকায় একটি অভিযান পরিচালনা করেছেন। যোদ্ধারা উক্ত এলাকার বিচ্ছিন্নতা প্রাচীরের কাছে ইহুদিবাদী সামরিক বাহিনীর ১টি জিপ লক্ষ্য করে সফল বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটান। ফলশ্রুতিতে ডিভাইসটি সরাসরি সামরিক জিপে আঘাত হানে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/2u234wzz
– https://tinyurl.com/hh2bc9sw
– https://tinyurl.com/mpkyj6wr
– https://tinyurl.com/8djjskjw
– https://tinyurl.com/ye9bedrb


