
মাদকের বিরুদ্ধে লড়াইয়ে তালিবান সরকার ব্যর্থ হয়েছে বলে সম্প্রতি একটি মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বিবৃতি প্রদান করেছেন ইমারতে ইসলামিয়ার উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ।
তিনি বলেন, ট্রাম্পের এই দাবি থেকে প্রতীয়মান হয় যে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সে অজ্ঞ। অথচ আমীরুল মু’মিনীনের মাদক নিষিদ্ধ সংক্রান্ত ডিক্রি জারির পর থেকে দেশ থেকে কার্যকরভাবে মাদকদ্রব্য নির্মূল হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তানজুড়ে হাজার হাজার মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে, মাদক চাষ ও উৎপাদন শূন্যে নামিয়ে আনা হয়েছে।
ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক মাদকবিরোধী বাধ্যবাধকতা পূরণে আফগানিস্তান ব্যর্থ হয়েছে। তারা আন্তর্জাতিক অপরাধ চক্রে মাদক সরবরাহ করছে এবং সন্ত্রাসবাদে অর্থায়ন করছে।
এই সকল ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে সম্প্রতি জাতিসংঘের অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরেছে ইমারতে ইসলামিয়া। চলতি বছরের প্রারম্ভে জাতিসংঘের মাদক ও অপরাধ সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায়, তালিবান সরকারের ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তান থেকে ৯৫ শতাংশ আফিম চাষ নির্মূল হয়েছে, যা দেশটির ইতিহাসে একটি অভূতপূর্ব সাফল্য।
ব্যাপক মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদকাসক্ত পুনর্বাসন কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইমারতে ইসলামিয়া সরকার। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১ লক্ষ মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে।
কাজেই মাদকের বিরুদ্ধে এই লড়াইকে বিশ্বব্যাপী অবদান হিসেবে স্বীকৃতি দেয়া উচিত বলে দাবি ইমারতে ইসলামিয়া সরকারের। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিবৃতি পরিত্যাগ করে তালিবান সরকারের পদক্ষেপের কার্যকারিতা স্বীকার করতে উক্ত বার্তায় আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র:
1. IEA rejects Trump’s narcotics claims, cites ‘unprecedented’ success in eradication efforts
– https://tinyurl.com/2mzeuasx


