
আফগানিস্তানের হেরাত প্রদেশে তিনজন এতিম শিশুকে তাদের সৎ মায়ের শত্রুতা এবং পারিবারিক নির্যাতন থেকে উদ্ধার করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। এই শিশুরা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছিল।
গত ১৭ সেপ্টেম্বর ইমারতে ইসলামিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে, হেরাত প্রদেশের সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিশুগুলোকে উদ্ধার করে। এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য এতিমখানায় হস্তান্তর করেছেন। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এখন শিশুরা সুস্থ ও সুরক্ষিত পরিবেশে লালন-পালনের সুযোগ পাবে।
মন্ত্রণালয় জানিয়েছে যে, আফগানিস্তানে কোনো ব্যক্তি কোনো অজুহাতে অন্যের আইনি অধিকার লঙ্ঘন করতে পারবে না। এর পূর্বে বহু অনুরূপ ঘটনা প্রতিরোধ করা হয়েছে, এবং এ পর্যন্ত শত শত নারী ও এতিমকে পারিবারিক নির্যাতন এবং সহিংসতার হাত থেকে রক্ষা করা হয়েছে।
তথ্যসূত্র:
1. هرات کې درې يتيمان له کورني بند او فزيکي ځورونې وژغورل شول
– https://tinyurl.com/erfhuw9h


