গাজায় একদিনে মৃত্যু ৯৮, সংখ্যা ছাড়াল ৬৫ হাজার

0
44

গাজায় একদিনে বর্বর ইসরায়েলি হামলায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়াল। এক বিবৃতিতে এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যা থকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর গোলা ও বোমাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হন ৯৮ জন এবং আহত হন ৩৮৫ জন।

তবে নিহত এবং আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, বুধবার সন্ধ্যা পর্যন্ত গাজার হাসপাতালগুলোতে ৯৮ জনের মরদেহ এবং ৩৮৫ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। তবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকেই ইহুদিবাদী দখলদার ইসরায়েলের আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা ৬৫,০৬২ জনে পৌঁছেছে। এর পাশাপাশি ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষিত হলেও মাত্র দুই মাস পরেই ১৮ মার্চ সন্ত্রাসী ইসরায়েল তা ভেঙে আবারও গাজায় আগ্রাসন শুরু করে। এরপর থেকে গত ৫ মাসে ১২ হাজার ৫১১ জন নিহত এবং ৫৩ হাজার ৬৫৬ জন আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. Gaza death toll tops 65,000 as Israel continues genocidal war on Palestinians
– https://tinyurl.com/4z26azmz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতিনজন এতিমকে সৎ মায়ের নির্যাতন থেকে উদ্ধার করল ইমারতে ইসলামিয়া প্রশাসন
পরবর্তী নিবন্ধরাষ্ট্রীয় আমন্ত্রণে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সফরে গেলেন মামুনুল হক ও পীরসাহেব মধুপুরসহ ০৭ আলেম