র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের সময় শ্রমিকদল নেতা আটক

0
31

বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় শ্রমিকদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়ি গ্রামে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো—শ্রমিক দলের বাগধা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা (৪০), একই উপজেলার রমজান মোল্লা (২৮) এবং বাকাল ইউনিয়নের নরোত্তম হালদার (৩৪)।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, আমবাড়ি এলাকা থেকে মঙ্গলবার রাতে র‌্যাব পরিচয়ে ভয় দেখিয়ে চাঁদা দাবি এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে।


তথ্যসূত্র:
১. র‌্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ৩
– https://tinyurl.com/25jxkx37

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রীয় আমন্ত্রণে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সফরে গেলেন মামুনুল হক ও পীরসাহেব মধুপুরসহ ০৭ আলেম
পরবর্তী নিবন্ধসঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল না হলে দেশজুড়ে আন্দোলনের হুশিয়ারি সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির