
বরিশালের আগৈলঝাড়ায় র্যাব পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় শ্রমিকদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়ি গ্রামে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো—শ্রমিক দলের বাগধা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা (৪০), একই উপজেলার রমজান মোল্লা (২৮) এবং বাকাল ইউনিয়নের নরোত্তম হালদার (৩৪)।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, আমবাড়ি এলাকা থেকে মঙ্গলবার রাতে র্যাব পরিচয়ে ভয় দেখিয়ে চাঁদা দাবি এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে।
তথ্যসূত্র:
১. র্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ৩
– https://tinyurl.com/25jxkx37


