ওয়াশিংটনে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

0
61

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক ঘাঁটির কাছে একটি এমএইচ-৬০ ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ১৭ সেপ্টেম্বর, বুধবার রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করেছে মার্কিন সেনাবাহিনী।

জয়েন্ট বেস লুইস-ম্যাককর্ড জানিয়েছে, বুধবার রাতে ঘাঁটির সংলগ্ন একটি গ্রামীণ এলাকায় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে ৪ জন সেনা সদস্য ছিল। নিজেদের ব্যর্থতা ঢাকতে সেনাদের অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য দেয়নি যুক্তরাষ্ট্র।

দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারের চারজন সদস্য ১৬০ তম স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্ট, এয়ারবর্ন-এর সদস্য ছিল।

দুর্ঘটনাস্থলটি ওয়াশিংটনের অলিম্পিয়া শহরের পশ্চিমে সুমিট লেক এলাকার কাছে অবস্থিত। শেরিফ অফিস জানায়, হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ হারানোর পর দুর্ঘটনার খবর তাদের কাছে পৌঁছায়। পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেখতে পায় যে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আগুন জ্বলে উঠেছে। বৃহস্পতিবার সকালে, আগুন প্রায় এক একর এলাকায় ছড়িয়ে পড়েছিল বলে স্থানীয় বন বিভাগ জানিয়েছে।


তথ্যসূত্র:
1. 4 service members were aboard US Army helicopter that crashed in Washington state
– https://tinyurl.com/fh42kbyw
2. Military helicopter crashes near base in Washington state, official says
– https://tinyurl.com/yrbnepxf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ৪র্থ সপ্তাহ, রবিউল আউয়াল ১৪৪৭ ||
পরবর্তী নিবন্ধসিলেটে ১২ বছরের মুসলিম বাচ্চা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে হিন্দু পুরোহিত