কোনও রাষ্ট্রর সাথে ইমারতে ইসলামিয়ার সামরিক চুক্তি বিদ্যমান নেই: তালিবান প্রতিরক্ষামন্ত্রী

0
111

আফগানিস্তানের অভ্যন্তরীণ সংকটগুলো শেষের পথে রয়েছে, দায়েশ আফগান ভূখণ্ডের এক ইঞ্চি ভূমিও নিয়ন্ত্রণ করছে না। সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে এইসব বক্তব্য জোরালোভাবে তুলে ধরেন ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে করা দোহা চুক্তির প্রতি ইমারতে ইসলামিয়া সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির কারণে অন্য কোনও দেশের জন্য আফগান ভূমি হুমকি হিসেবে ব্যবহৃত হবে না। বিগত ৪ বছরের তালিবান শাসনামলে যুক্তরাষ্ট্র, তার মিত্র বা অন্য কোনও দেশ ইমারতে ইসলামিয়া কর্তৃক হুমকির সম্মুখীন হয়েছে এমন কোনও প্রমাণ নেই।

তিনি উল্লেখ করেন, প্রতিবেশি দেশ কিংবা অন্য কোনও রাষ্ট্রের সাথে ইমারতে ইসলামিয়ার সামরিক চুক্তি নেই, কারণ তালিবানের নীতি হলে আফগান ভূখণ্ডকে অন্যদের বিরুদ্ধে শোষণের মাধ্যম বানানো থেকে বিরত রাখা।

সাক্ষাতকারে তিনি ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীকে পুনর্গঠিত ও পেশাগতভাবে গড়ে তোলার পরিকল্পনার তুল ধরেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তানের সামরিক একাডেমী ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রতি মাসে শত শত ক্যাডেট স্নাতক সম্পন্ন করছেন।

যুক্তরাষ্ট্র, ন্যাটো, চীন বা রাশিয়ার সঙ্গে ইমারতে ইসলামিয়ার কোনও সামরিক সম্পর্ক নেই, এর পরিবর্তে এই সরকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পৃক্ততার দিকে মনোনিবেশ করেছে। যেন আফগানিস্তানের উপর সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়।


তথ্যসূত্র:
1. No evidence Afghanistan poses threat to other countries, says defense minister
– https://tinyurl.com/bddhzup4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে বায়তুল মোকাররমে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধভিডিও || তিনজন এতিমকে সৎ মায়ের নির্যাতন থেকে উদ্ধার করল ইমারতে ইসলামিয়া প্রশাসন