শত্রু সেনাবাহিনীর বিরুদ্ধে ইত্তেহাদুল মুজাহিদিনের ৩টি সফল অভিযান

0
90

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে শত্রু সামরিক বাহিনীকে লক্ষ্য করে ৩টি পৃথক অভিযান চালিয়েছেন দেশটির সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি)।

প্রতিরোধ বাহিনীর মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) জানান, গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ‘আইএমপি’ এর মুজাহিদিনরা ছোট এবং বড় অস্ত্র ব্যবহার করে উত্তর ওয়াজিরিস্তানে একটি অভিযান পরিচালনা করেছেন। সফল এই অভিযানটি দুসলি সীমান্তের কামকে খাইন এলাকায় অবস্থিত শত্রু বাহিনীর একটি সামরিক পোস্ট লক্ষ্য করে চালানো হয়েছে। অভিযানের শুরুতেই মুজাহিদিনরা উক্ত এলাকায় মোতায়েন করা শত্রু বাহিনীর একটি নজরদারি ক্যামেরা ধ্বংস করেন। এরপর মুজাহিদিনরা পোস্টে অবস্থান নেওয়া সৈন্যদের টার্গেট করে আক্রমণ চালান। এতে শত্রু বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে।

একই দিনে, অঞ্চলটির জামাল খেইল পোস্টে শত্রু বাহিনীকে টার্গেট করে দু’দিক থেকে তীব্র আক্রমণ চালান মুজাহিদিনরা। প্রায় ৩০ মিনিট স্থায়ী এই যুদ্ধে মুজাহিদদের হাতে বহু সংখ্যক শত্রু সৈন্য হতাহত শিকার হয়েছে, যাদের মধ্যে নিশ্চিতভাবে এক সৈন্য ঘটনাস্থলেই নিহত হয়।

এদিকে গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার, ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) মুজাহিদিনরা উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেইল এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। উক্ত এলাকায় অবস্থিত শত্রু বাহিনীর “শুকরি পোস্ট” লক্ষ্য করে একটি কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে মুজাহিদিনরা বোমা বিস্ফোরণের মাধ্যমে অভিযানটি পরিচালনা করেন। মুজাহিদিন কর্তৃক ড্রোন থেকে নিক্ষেপ করা বোমাটি শত্রু পোস্টের একেবারে ভিতরে গিয়ে বিস্ফোরিত হয়। ফলশ্রুতিতে শত্রু বাহিনীতে হতাহত ও বস্তুগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/y2sydh6b
– https://tinyurl.com/2uk86bej

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের বাগরাম বিমান ঘাঁটি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা প্রত্যাখ্যান করল ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধসুদানে মসজিদে আমিরাত-সমর্থিত ‘আরএসএফ’ বাহিনীর হামলা: শহীদ ৭৫ জন বেসামরিক মুসলিম