
যুদ্ধবিরতি ভঙ্গ করে দুর্বৃত্ত ইসরায়েলের নতুন হামলায় দক্ষিণ লেবাননে ১৯ সেপ্টেম্বর, শুক্রবার দুজন নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেও এই হামলার ঘটনা ঘটেছে, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
১৯ সেপ্টেম্বর, শুক্রবারের হামলা মূলত দক্ষিণ লেবাননের তিবনিন ও আনসার শহরে চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিবনিন শহরের সরকারি হাসপাতালের বাইরে একটি গাড়িতে দখলদার ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত ও ৩ জন আহত হন। একই দিনে আনসার এলাকায় আরেকটি গাড়িতে হামলার ঘটনায় আরও একজন নিহত হন।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই ধারাবাহিক হামলার নিন্দা জানিয়ে বলেন, যুদ্ধবিরতির জন্য যেসব পক্ষ মধ্যস্থতা করেছিল, তাদের নীরবতাই সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনকে উৎসাহিত করছে। তিনি জোর দিয়ে বলেন, এখনই সময় এই স্পষ্ট সার্বভৌমত্ব লঙ্ঘনের অবসান ঘটানোর।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, চলতি বছরের নভেম্বর মাসে যুদ্ধবিরতি ঘোষণার পরও সন্ত্রাসী ইসরায়েল ধারাবাহিকভাবে তা লঙ্ঘন করেছে। তাদের হিসেবে, বৃহস্পতিবার পর্যন্ত দুর্বৃত্ত ইসরায়েল প্রায় সাড়ে চার হাজার বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে।
তথ্যসূত্র:
1. Israeli airstrikes kills 2, injures 3 in southern Lebanon
– https://tinyurl.com/53zy37w3


