যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ মার্কিন সেনা নিহত

0
99

যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন সেনা নিহত হয়েছে। দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন সেনাবাহিনীর ওই ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর, বুধবার রাত প্রায় ৯টার দিকে। নিজেদের ব্যর্থতা গোপন রাখতে সাময়িক ভাবে নিহতের এ খবর প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। ঘটনার ৪ দিন পর অবশেষে চারজন সেনা নিহতের খবর টি স্বীকার করল যুক্তরাষ্ট্র। তবে নিহতদের নাম এখনও প্রকাশ করা হয়নি।

এমএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। উড্ডয়নের সময় হঠাৎ করেই এর সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি ভূপাতিত হয়। কেন এটি ঘটেছে, তা এখনো তদন্তাধীন।

মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে মোট চারজন সেনা সদস্য ছিল। তারা সবাই ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য ছিল, যাদের বিশেষায়িত প্রশিক্ষণ ও মিশন পরিচালনার জন্য পরিচিত। দুর্ঘটনায় চারজনই ঘটনাস্থলেই নিহত হয়।


তথ্যসূত্র:
1.US Army says 4 special ops troops presumed dead in Washington State helicopter crash
– https://tinyurl.com/2kmdndjd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিয়ানীবাজারের ঘটনা: হিন্দুত্ববাদী ভয়াল থাবায় মুসলিম বোনেরা
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, একদিনে শহীদ আরও ৯১