বুরকিনায় ‘জেএনআইএম’ এর নিয়ন্ত্রণে ৩টি সামরিক পোস্ট: নিহত ৮ শত্রু সেনা

0
81

বুরকিনা ফাসোর জিবোতে জান্তা বাহিনীর ৩টি সামরিক পোস্টে একযোগে অতর্কিত আক্রমণের ঘটনায় অন্তত ৮ সেনা নিহত হয়েছে। আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) এই অভিযানের তথ্য নিশ্চিত করেছে।

আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক ১৮ সেপ্টেম্বর প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, ‘জেএনআইএম’ মুজাহিদিনরা বুরকিনা ফাসোর সৌম প্রদেশের জিবো শহরে একটি সমন্বিত সামরিক অপারেশন পরিচালনা করেছেন। শহরটিতে অবস্থিত জান্তা বাহিনীর তিনটি সামরিক পোস্ট লক্ষ্য করে কয়েক ডজন মুজাহিদিন একযোগে এই অভিযানটি পরিচালনা করেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মুজাহিদদের এই অভিযানে জান্তা বাহিনীর কমপক্ষে ৮ সৈন্য নিহত হয় এবং অন্যরা সামরিক পোস্ট ছেড়ে পালিয়ে যায়। সৈন্যদের এই পলায়নের পর মুজাহিদিনরা ৩টি সামরিক পোস্টের নিয়ন্ত্রণ নেন। এসময় মুজাহিদিনরা গনিমত হিসাবে অর্জন করেন ১টি ডিএসএইচকে মেশিনগান, ২টি মর্টার, ৩টি আরপিজি, ৮টি পিকে, ১০টি ক্লাশিনকোভ অ্যাসল্ট রাইফেল, ১টি ডিজেআই ড্রোন এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম। এছাড়াও মুজাহিদদের হামলায় শত্রু বাহিনীর ২টি সামরিক যান ধ্বংস হয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/mr3p2m9v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনির্বিচার হত্যাযজ্ঞের ভেতরে নিজেদের দুর্ঘটনায় বিপর্যস্ত দখলদার বাহিনী
পরবর্তী নিবন্ধবাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ বিষয়ে আমেরিকার সাথে কখনো কোনও চুক্তি হবে না: তালিবান সশস্ত্র বাহিনী প্রধান